মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:০৬ পূর্বাহ্ন

জাতিসংঘের ৭৫ বছরের প্রথা ভাঙছে!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২০

 

আগামী সেপ্টেমবরে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘের সাধারণ সম্মেলনে এবার যোগ দিতে পারছেন না বিশ্বনেতারা। যার কারণে সংস্থাটির ৭৫ বছরের প্রথা ভাঙতে যাচ্ছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব এই পরিস্থিতির সৃষ্টি করেছে বলে জানিয়েছেন জাতিসংঘ সাধারণ সম্মেলনের প্রেসিডেন্ট তিজানি মোহাম্মদ-বান্দে।

তিনি বলেন, বিশ্বনেতারা সম্মেলনের জন্য নিউইয়র্কে আসতে পারবেন না। কারণ একটি দেশের প্রধান একা সফর করেন না। মহামারির এই পরিস্থিতিতে সেই প্রটোকল অনুসরণ করাও বেশ দুঃসাধ্য। তাই এবারের সম্মেলনে আমরা তাদের প্রত্যক্ষভাবে পাচ্ছি না। যা গত ৭৪ বছর ধরে পালন হয়ে আসছিল। এর জন্য আমাদের অন্য উপায় খুঁজে বের করতে হবে।

দ্য টাইমস বলছে, এ বছর জাতিসংঘের ৭৫ বছর পূর্তি উপলক্ষে নানা আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু পরিস্থিতি সে সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য করেছে। এই সাধারণ সম্মেলন কীভাবে আয়োজন করা যায় সে বিষয়ে সংস্থার মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস একটি প্রস্তাবনা দিয়ে চিঠি পেশ করেছেন তিজানি মোহাম্মদ-বান্দে বরাবর।

এতে তিনি বলেন, বিভিন্ন দেশের প্রধানরা এই সম্মেলনে যোগ না দিয়েও নিজেদের বার্তা তুলে ধরতে পারবেন। সেই লক্ষ্যে প্রত্যেক রাষ্ট্র হতে একজন কূটনৈতিক সম্মেলন কক্ষে উপস্থিত থাকবেন।

সাধারণ সম্মেলন নিয়ে প্রেসিডেন্ট মোহাম্মদ-বান্দে বলেন, সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলনে ১০০ বা তার কিছু বেশি মানুষ উপস্থিত থাকতে পারবেন।

তিনি বলেন, এ বছর জাতিসংঘের ৭৫ বছর পূর্তি হবে। অনেক পরিকল্পনা থাকলেও তার বাস্তবায়ন হচ্ছে না। বিশ্বনেতারা এতে প্রত্যক্ষ উপস্থিত না থাকতে পারলেও নিজেদের ছাপ রেখে যেতে পারবেন।

 

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD