স্টাফ রিপোর্টার : জাতীয় মানবাধিকার কমিশনের ওয়েবসাইট নকল করে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের নামের একটি প্রতিষ্ঠানের ৬ কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর বনানীর ওই প্রতিষ্ঠানের কার্যালয় থেকে রাতে তেজগাও থানায় আনা হয়।
পুলিশ জানায়, মানবাধিকার কমিশনের ওয়েবসাইটে থাকা বিভিন্ন তথ্য কৌশলে ব্যবহার করে এবং ওয়েবসাইট নকল করে নাম ব্যবহার করে, চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষা নেওয়াও শুরু করে তারা। খোঁজ পেয়ে, কমিশনের উপ পরিচালক রবিউল ইসলাম বাদি হয়ে তেজগাঁও মডেল থানায় একটা মামলা করেন।
মামলায় মানবাধিকার কাউন্সিলের চেয়ারম্যান ফরিদ উদ্দিন, প্রধান প্রশাসনিক কর্মকর্তা ফারজানা মেরীসহ ৬ জন গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিকভাবে বেসকারি এ সংস্থাটির বিরুদ্ধে আর্থিক অনিয়ম এবং প্রতারণার অভিযোগ পাওয়া গেছে।
লাইটনিউজ