দুই দলই নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে। চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে সুপার ওভারে মুম্বাই ইন্ডিয়ানসের কাছে হেরেছিল কিংস ইলেভেন পাঞ্জাব। তবে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জয় পেয়েছিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে।
আজ দুই দলের প্রথম দেখায় সন্ধ্যায় টস জিতে পাঞ্জাবকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি।
এই ম্যাচে অপরিবর্তিত দল নিয়েই খেলতে নেমেছে বেঙ্গালুরু। তবে পাঞ্জাবের হয়ে গত ম্যাচে খেলা গৌতম ও ক্রিস জর্ডানকে রাখা হয়নি একাদশে।
রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: দেবদূত পাডিক্কল, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি (অধিনায়ক), এ বি ডি ভিলিয়ার্স, জশ ফিলিপ (উইকেট রক্ষক), শিবাম ডুব, ওয়াশিংটন সুন্দর, ডেল স্টেইন, উমেশ যাদব, নবদীপ সায়নী ও যুজবেন্দ্র চাহাল।
কিংস ইলেভেন পাঞ্জাব: লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেট-রক্ষক), মায়াঙ্ক আগরওয়াল, করুণ নায়ার, নিকোলাস পুরাণ, গ্লেন ম্যাক্সওয়েল, সরফরাজ খান, জিমি নিশাম, এম আশ্বিন, রবি বিষ্ণোই, মোহাম্মদ শামি ও শেলডন কট্রেল।
লাইটনিউজ