শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০৮ অপরাহ্ন

টেকনাফে ইয়াবা ও আইসসহ ৬ পাচারকারী আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

কক্সবাজারের টেকনাফে ২ কেজি ১৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১০ হাজার ইয়াবাসহ ৬ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারে ব্যবহৃত একটি নৌকা জব্দ করা হয়।

বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে গভীর বঙ্গোপসাগরে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

আটক ব্যক্তিরা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়ার নুর হবিরের ছেলে মো. ফয়সাল (২০), একই এলাকার আব্দুর রহিমের ছেলে মো. আরমান (২০), একই
ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকার ওয়াস করনীর ছেলে জসিম উদ্দিন (২১), মিঠাপানিরছড়ার আব্দুল মুন্নাফের ছেলে মো. বুখার উদ্দীন (৩০), একই এলাকার জহির আহম্মদের ছেলে
মো. শফিক উদ্দিন (২০) ও উখিয়া কুতুপালং ২০নং রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর সাত্তারের ছেলে মো. কামাল হোসেন (৫৫)।

লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, বুধবার রাতে দক্ষিণ-পূর্বে নাফনদীর মোহনা দিয়ে মিয়ানমার থেকে মাদকের একটি চালান সাগরপথে নৌকাযোগে বঙ্গোপসাগরের
মোহনা বাংলাদেশের অভ্যন্তরে আসলে। গতিবিধি সন্দেহভাজন হওয়ায় নৌকাটি শূন্য লাইন অতিক্রম করলে একটি বিশেষদল সাগরে অভিযান চালায়। নৌকাটি ধাওয়া করে ৬
মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হন। পরে নৌকাটি তল্লাশি করে ২ কেজি ১৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১০ হাজার ইয়াবা ও কিছু গাঁজা পাওয়া যায়।

তিনি জানান, নৌকাটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে টেকনাফ মডেল থানায় মামলা করে আসামিদের সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD