শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০২:১৩ পূর্বাহ্ন

ডা. সাব্বির-মাহজাবিনকে আটকের দাবি আয়ানের স্বজনদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪

ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খৎনা করাতে গিয়ে শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চিকিৎসক ডা. সাঈদ সাব্বির ও ডা. তাসনুবা মাহজাবিনের আটকসহ ৬ দফা দাবিতে মানববন্ধন করছে শিশুটির পরিবার ও স্বজনরা।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

রাজধানীর বাড্ডার সাঁতারকুলে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খৎনার অপারেশন করাতে যাওয়া শিশু আয়ান আহমেদ ভুল চিকিৎসায় মারা গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা দায়ের করেছেন আয়ানের বাবা শামীম আহমেদ। মামলার আসামিদের মধ্যে আছেন ইউনাইটেডের এনেসথেসিয়া স্পেশালিস্ট ডা. সাইদ সাব্বির আহমেদ ও সহকারী অধ্যাপক ডা. তাসনুবা মাহজাবিন এবং হাসপাতালের পরিচালক।

মানববন্ধনে অংশ নেওয়া শিশু আয়ানের দাদা জসিমউদদীন বলেন, চিকিৎসার নামে আমাদের আয়ানকে হত্যা করেছে ইউনাইটেড কর্তৃপক্ষ। একটা শিশুর সাধারণ একটা খৎনা করাতে গিয়ে এই অবস্থা কখনোই হতে পারে না। এখানে তাদের চিকিৎসায় ভুল ছিল, একই সঙ্গে চরম গাফিলতি ছিল। আমরা আমাদের নাতিকে হারিয়েছি, কিন্তু যাদের কারণে আমরা আয়ানকে হারিয়েছি তারা বিচারের আওতার বাইরে থাকতে পারে না। আমরা অবিলম্বে অভিযুক্ত দুই চিকিৎসকের গ্রেপ্তার চাই।

নিহত আয়ানের পরিবার ও স্বজনরা বলছেন, শিশু আয়ান হত্যার মতো এমন ঘটনা এখন আমাদের দেশে নিত্য দিনের কাজ হয়ে দাঁড়িয়েছে। কিছু ব্যবসায়ী ডাক্তার এবং কর্তৃপক্ষের কারণে দিন দিন অনেক পরিবার তাদের স্বজন হারাচ্ছে। এমনকি এসব ঘটনায় স্বজনরা সুষ্ঠু বিচারও পাচ্ছেন না। ফলে এসব ঘটনা বৃদ্ধি পাচ্ছে। আমরা সরকারের কাছে এর সুষ্ঠু ও ন্যায়বিচার দাবি করছি। যাতে এমন ঘটনা আর কোনো ডাক্তার বা কর্তৃপক্ষ করতে সাহস না পায়।

আয়ানের স্বজনদের দাবি সমূহ-

১। সঠিক তদন্তের মাধ্যমে ডাক্তার মাহজাবিন এবং সাব্বির আহমেদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।

২। এই ধরনের হাসপাতালের মাধ্যমে যাতে আর কোনো মা-বাবার কোল খালি না হয় তাই অত্র হাসপাতাল বন্ধ ঘোষণা করা।

৩। ভবিষ্যতে যেন ভুল চিকিৎসার মাধ্যমে আর কোনো পরিবারের আপনজন না হারাতে হয় সেজন্য প্রত্যেক হাসপাতালে মানসম্মত ডাক্তারের সু-ব্যবস্থা নিশ্চিত করা।

৪। চিকিৎসা ব্যবস্থাকে ব্যবসা হিসেবে না দেখে মানবতার দিক বিবেচনা করে ডাক্তার ও হাসপাতালের কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া।

৫। ডাক্তাররা ও হাসপাতাল কর্তৃপক্ষ যেন প্রভাব বিস্তার করে সুষ্ঠু বিচার ভিন্নদিকে প্রবাহিত করতে না পারে।

৬। চিকিৎসা ব্যবস্থার সার্বক্ষণিক মনিটরিং ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে সু-চিকিৎসা ও চিকিৎসকের মান উন্নয়নের ধারা সরকারিভাবে অব্যাহত রাখা।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD