শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিসেম্বরে নির্বাচনের কথা বললেও জুনে চলে যায় কীভাবে, প্রশ্ন রিজভীর ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা সিঙ্গাপুর-যুক্তরাজ্য থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১৩৬৬ কোটি রোহিঙ্গা প্রত্যাবাসনে এশীয় নেতাদের এগিয়ে আসার আহ্বান ড. ইউনূসের ২০২৬ বিশ্বকাপে মেসির খেলা নিয়ে যা জানালেন আর্জেন্টাইন কোচ মহাসড়কে অটোরিকশা উঠলেই ব্যবস্থা, ছিনতাইয়ে জিরো টলারেন্স ঈদের ছুটিতে ঢাকাবাসী নিরাপদ থাকবেন: স্বরাষ্ট্র সচিব গাজায় হঠাৎ হামাসের বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভ শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ নয় : হাইকোর্ট বাংলাদেশে কারখানা স্থানান্তরে সহায়তা করবে চীনা এক্সিম ব্যাংক

ড. ইউনূসকে নেতিবাচকভাবে তুলে ধরতে বড় ষড়যন্ত্র হচ্ছে: প্রেস সচিব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন তার প্রেস সচিব শফিকুল আলম। বিশ্বের সামনে ড. ইউনূসকে নেতিবাচকভাবে তুলে ধরতে বড় অংকের বিনিয়োগের মাধ্যমে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। এক্ষেত্রে ভারতীয় মিডিয়া বিশেষ ভূমিকা রাখছে বলে জানান প্রেস সচিব।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘দ্রোহের গ্রাফিতি চব্বিশের গণঅভ্যুত্থান’ প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, চব্বিশের গণঅভ্যুত্থান ও প্রফেসর ইউনূসকে নেতিবাচকভাবে বিশ্বে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে, এতে জড়িত রয়েছে ভারতের মিডিয়া।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন টানা চার মেয়াদ ক্ষমতা ধরে রাখা শেখ হাসিনা। এর তিন দিন পর ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) তাঁর দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্ণ হচ্ছে।

গত ছয় মাসে ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে নানা ষড়যন্ত্র মোকাবেলা করতে হয়েছে। পতিত স্বৈরাচার এবং তাদের দোসরদের পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্রটি বারবার এই সরকারকে বিতর্কিত করার চেষ্টা চালিয়েছে।

বিশেষ করে ভারতীয় মিডিয়া নানাভাবে বিষোদগার ও গুজব ছড়িয়ে ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে বিশ্বের দরবারে বিতর্কিত করার চেষ্টা চালিয়েছে। সে দিকেই মূলত ইঙ্গিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ‘উসকানিমূলক’ বক্তব্য ঘিরে গত কয়েক দিন ধরে দেশ আবার উত্তপ্ত হয়ে উঠেছে। সে দিকে ইঙ্গিত করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে শফিকুল আলম বলেন, যে যেখানে আছেন সবাই শান্ত থাকুন। তবে ফ্যাসিস্ট সরকার যাতে ফিরে আসতে না পারে আমাদের সবাইকে এ বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD