সিরাজগঞ্জের তাড়াশে পারিবারিক কলহের জের ধরে এক গৃহবধু আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সগুনা ইউনিয়নের চরকুশাবাড়ী গ্রামে। আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন সগুনা ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহেল বাকী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে চরকুশাবাড়ী গ্রামের রুহুল আমীনের স্ত্রী তিন সন্তানের জননী রেহানা খাতুন (৩৫) পারিবারিক কলহের জের ধরে সবার অজান্তে আত্মহত্যা করেছে। পরে গ্রাম্য সালিসে সিদ্ধান্ত নিয়ে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়।
তাড়াশ থানা ওসি মাহবুবুল আলম বলেন, বিষয়টি আমার জানা নেই, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
লাইট নিউজ