বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৮:১৩ অপরাহ্ন

তিন শিশুকে ধর্ষণের পর কবিরাজ বললেন, ‘শয়তানের কারণে হয়েছে’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২০

কবিরাজি চিকিৎসার নামে গাইবান্ধার সুন্দরগঞ্জে তিন শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের কথা স্বীকারও করেছে অভিযুক্ত কবিরাজ। মামলা দায়েরের পর কবিরাজ ফারুককে গ্রেফতার করেছে পুলিশ।

ঝাড়ফুক করে সুন্দরগঞ্জের পশ্চিম দুলাল গ্রামে প্যারালাইসিসে আক্রান্ত এক রোগীকে সুস্থ করার দায়িত্ব নেন পাশের গ্রামের কবিরাজ ফারুক। ঝাড়ফুকের জন্য মাটি নিয়ে আসার কথা বলে তার ভাগ্নিকে ধর্ষণ করে ওই কবিরাজ। এছাড়া পাশের বাড়ির আরো দুই শিশুকে ধর্ষণ করে সে।

শনিবার (২০ জুন) দুপুরে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে নির্যাতিত তিন শিশুর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

ডা. নাজনীন আক্তার হ্যাপী বলেন, এইসব অপরাধীদের বিচার হোক। এসব অনেক বেশি বেড়ে গিয়েছে।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শুক্রবার রাতে অভিযান চালিয়ে সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ি ইউনিয়নের পশ্চিম দুলাল গ্রাম থেকে ফারুক মিয়াকে আটক করে পুলিশ।

অভিযুক্ত কবিরাজ ফারুক বলেন, শয়তানের কারণে হয়েছে স্যার। আমি জানি না কীভাবে হয়েছে। ভুল করেছি এখন শাস্তি দেন, ফাঁসি দেন।

পুলিশ সুপার মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, সাথে সাথে পুলিশের ফোর্স পাঠিয়ে তাকে ধরেছি। দ্রুতই এর বিচারের ব্যবস্থা করা হচ্ছে।

নির্যাতিত তিন শিশুর প্রত্যেকের বয়স দশ থেকে বারো বছরের মধ্যে।

লাইট নিউজ

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD