গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের সঙ্গে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এ ঘটনায় রাশিয়ার ওপর দেওয়া নিষেধাজ্ঞায় সবচেয়ে বড় ধাক্কা লাগে আন্তর্জাতিক তেলের বাজারে। এর পর থেকে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েই চলেছে।
বিশেষজ্ঞরা আশঙ্কাপ্রকাশ করছেন, এ সংকট চলতে থাকলে আগামী তিন মাসের মধ্যে তেলের দাম ইতিহাসে প্রথমবারের মতো ব্যারেলপ্রতি ১৫০ মার্কিন ডলার ছাড়াবে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্টের প্রতি ব্যারেলে দাম বেড়ে দাঁড়িয়েছে ১১৮ দশমিক ১ ডলারে, যা ২০১৩ সালের ফেব্রুয়ারির পর থেকে সর্বোচ্চ। এছাড়া, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) প্রতি ব্যারেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১১৫ দশমিক ৭ ডলারে, যা ২০০৮ সালের পর থেকে সর্বোচ্চ।
বিশ্লেষকরা মনে করছেন, ইরানি তেল দিয়ে রাশিয়ার ঘাটতি পূরণ সম্ভব হবে না। সৌদি আরবের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক রাশিয়া। তারা দৈনিক ৪০ থেকে ৫০ লাখ ব্যারেল তেল রপ্তানি করে থাকে। ফলে মস্কোর ওপর জ্বালানি রপ্তানিতে নিষেধাজ্ঞা দিলে তা সংকট আরও বাড়িয়ে দেবে।