মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য সফরে যাচ্ছেন।
সেখানে তিনি জরুরি সার্ভিসের প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য মিলেছে।
ক্যালিফোর্নিয়ার ওয়েস্ট কোস্টে ঘন কুয়াশা ও রেকর্ড অগ্নিকান্ডে দম বন্ধ হয়ে এ পর্যন্ত ২৭ জন প্রাণ হারিয়েছে।
কর্মকর্তারা আরো প্রাণহানির আশঙ্কা করছেন। নজিরবিহীন এই আগুন প্রায় ৫০ লাখ একর এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে, যার আয়তন প্রায় নিউজার্সি অঙ্গরাজ্যের সমান।
নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেন এ অগ্নিকান্ড জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত বলে মন্তব্য করেছেন।
ক্যালিফোর্নিয়ার ইমার্জেন্সি সার্ভিসের প্রধানদের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনার কথা জানান ট্রাম্প। যারা আগুন নিয়ন্ত্রণে প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, চলতি বছর এ রাজ্যের ৩ কোটি ২০ লাখ একরেরও বেশি এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
লাইটনিউজ