শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০২:৩৫ পূর্বাহ্ন

দুই ভাইকে পিটিয়ে হত্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২০

বন্দুক ও ধারাল অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগে বান্দরবানের রুমায় দুই ভাইকে পিটিয়ে হত্যা করেছেন স্থানীয়রা।

নিহতরা হলেন- ক্যসুই থোয়াই মারমা (৩২) ও থোয়াই বাঅং মারমা (৩৮)। তারা দুজন স্থানীয় বাসিন্দা থোয়াই হ্লাচিং মারমার পুত্র।

মঙ্গলবার রাতে উপজেলার দুর্গম রেমাক্রী প্রাংসা ইউনিয়নের সাংক্রাইতং হ্লাচিং পাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের দাবি, নিহত দুই ভাই নিষিদ্ধ পপি (আফিম) মাদকদ্রব্য মামলার আসামি। ঘটনার দিন মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে বন্দুক ও ধারাল অস্ত্র নিয়ে পাড়ার মানুষজনকে ভয়ভীতি দেখান তারা। এতে ক্ষিপ্ত হয়ে পাড়াবাসী দুই ভাইকে আটক করে গণপিটুনি দিলে তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন। তবে দুর্গম অঞ্চল হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে আরও সময় লাগবে।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোহাম্মদ রেজা সরোয়ার জানান, ঘটনাস্থল এলাকাটি রুমা সদর থেকে অনেক দূরে। দুর্গম এলাকা হওয়ায় নিহতদের লাশ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। তবে বুধবার খবর পেয়ে রুমা থানার পুলিশ ঘটনাস্থলে গেছে। এখনও তারা ঘটনাস্থলে পৌঁছায়নি বলে জানান তিনি।

নির্ভরযোগ্য সূত্রের দাবি, চট্টগ্রাম র‌্যাবের একটি টিম জানুয়ারি মাসের শেষদিকে রুমা উপজেলার সাংক্রাইতং হ্লাচিং পাড়ায় পপি (আফিম) বাগান ধ্বংস করেছিল। নিহত দুই ভাই মাদকদ্রব্য মামলার সঙ্গে জড়িত ছিল বলে তথ্য রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD