আজ সোমবার দুপুরে করোনাভাইরাস নিয়ে নিয়মিত ভার্চুয়াল ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, এখন পর্যন্ত ১২৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা গেছে। এরমধ্যে মধ্যে ১২১ জনের তথ্য আমার কাছে রয়েছে। এই ১২১ জন দেশের ১৫টি জেলার।
কোন জেলায় কতজন:
ঢাকা মহানগরে – ৬৪ জন
মহানগরের বাইরে ঢাকার বিভিন্ন উপজেলায়- ৪ জন
নারায়ণগঞ্জ- ২৩ জন
মাদারীপুর- ১১ জন
গাইবান্ধা- ৫ জন
চট্টগ্রাম- ২ জন
চুয়াডাঙ্গা- ১ জন
কুমিল্লা- ১ জন
কক্সবাজার- ১ জন
গাজীপুর- ১ জন
জামালপুর- ৩ জন
মৌলভীবাজার- ১ জন
নরসিংদী- ১ জন
রংপুর- ১ জন
শরিয়তপুর- ১ জন এবং
সিলেট- ১ জন