মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :

দেশে মোট আক্রান্ত ১৩১৩৪, মৃত ২০৬

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭০৯ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ১৩৪ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭ জন মারা গেছেন। এ নিয়ে দেশে ভাইরাসটিতে ২০৬ জনের প্রাণহানি হলো।

মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ৭০৭টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৯৪১টি। ৩৫টি ল্যাব থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। একদিনে সুস্থ হয়েছেন ১৯১ জন। সারদেশে মোট সুস্থ হয়েছেন ২ হাজার ১০১ জন।

গত ২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ ৫ জন ও মহিলা ২ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ৯০ বছরের ওপরে একজন, ৭১-৮০ বছরের মধ্যে ২ জন, ৬১-৭০ বছরের মধ্যে ২ জন ও ৫১-৬০ বছরের মধ্যে ২ জন বলে জানিয়েছেন অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD