আগে থেকেই গবেষকরা আশঙ্কা করছিলেন যে, চীনে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শিগগিরই আসতে পারে। গত কয়েক দিনে নতুন করে বেশ কিছু করোনা রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। এ অবস্থায় সেই দ্বিতীয় ঢেউয়ের শঙ্কা জোরালো হয়েছে।
দ্বিতীয় দফার এই সংক্রমণ ঠেকাতে রীতিমতো দেশটিতে আবারো ‘যুদ্ধাবস্থা’ তৈরি হয়েছে বলে জানা গেছে। কোভিড-১৯ এর সংক্রমণ ঠেকাতে রাজধানী বেইজিংয়ের বিভিন্ন এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। বেশ কিছু বাজারও বন্ধ করে দেওয়া হয়েছে।
বিবিসি বলছে, বেইজিংয়ের শহরের বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপয়েন্ট। পাশাপাশি শহরের বাসিন্দাদেরও কোভিড-১৯ টেস্ট করার আদেশ দেওয়া হয়েছে। বেইজিংয়ে সম্প্রতি বেশ কিছু সংক্রমণের ঘটনায় নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে। আর সে কারণেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।
করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে চীন সরকার আরো কিছু পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে খেলাধুলা ও বিনোদন কেন্দ্রগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে। সুপারমার্কেট ও অফিসগুলোতে তাপমাত্রা মাপার ব্যবস্থা করা হয়েছে।
চীন সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সেখানে আবারো যুদ্ধাবস্থা তৈরি হয়েছে।
মার্কিন জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, নতুন করে গত ২৪ ঘণ্টায় চীনে ৪৯ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। তবে নতুন করে আর কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।