গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের সম্ভ্রান্ত কৃষক নূরুল ইসলাম, আবদুল ওয়াদুদ ও আল আমিন সাত বিঘা জমির ধান নিয়ে ছিলেন দুশ্চিন্তায়।করোনাভাইরাস বা কভিড-১৯ পরিস্থিতির কারণে তাঁরা কোনো কৃষিশ্রমিকই পাচ্ছিলেন না। তাঁদের দুশ্চিন্তার বিষয়টি জেনে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মো. মোশারফ হোসেন ভূইয়ার নেতৃত্বে দলের বিভিন্ন পর্যায়ের ১২০ জন নেতাকর্মী এগিয়ে যান। তাঁরা কাস্তে হাতে নেমে পড়েন মাঠে। আজ সকাল ৭টা থেকে দুপুর দেড়টার মধ্যে ওই সাত বিঘা জমির ধান কেটে মাড়াই করে কৃষকদের ঘরে তুলে দিয়েছেন নেতাকর্মীরা।
কৃষক নূরুল ইসলাম জানান, জমির পাকা ধান নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। আজ সকালে হঠাৎ গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতির নেতৃত্বে ১২০ জন নেতাকর্মী এসে জানাল তাঁরা ধান কেটে দেবেন। পরে দুপুর দেড়টার মধ্যে ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন তাঁরা। তিনি বলেন, ‘এতে আমি অনেক খুশি।’
গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মো. মোশারফ হোসেন ভূইয়া বলেন, ‘জেলাজুড়ে তাঁদের এই স্বেচ্ছাসেবীরা প্রস্তুত রয়েছেন। যদি কোনো কৃষক এই মুহূর্তে কৃষিশ্রমিক না পান। তবে আমাদের স্বেচ্ছাসেবীরা কাস্তে হাতে ফসলের মাঠে নেমে যাবেন। তারা (স্বেচ্ছাসেবীরা) ধান কাটাই নয়, মাড়াই করে ধান কৃষকের ঘরে তুলে দেবেন।’