শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫১ পূর্বাহ্ন

নতুন মাইলফলক ছুঁতে ধোনির লাগে ৫টি ছয়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০

নতুন মাইলফলক অপেক্ষা করছে ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জন্য। জাতীয় দল থেকে কদিন আগেই নিয়েছেন অবসর। তবে খেলে যাচ্ছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট।

খেলছেন এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও (আইপিএল)। চেন্নাইয়ের হয়ে জিতেছেন ৩ বার শিরোপা। এর সঙ্গে ভারি হয়েছে নিজের ক্যারিয়ারও।

আসরের প্রথম ম্যাচে চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে মুম্বাইয়ের বিপক্ষে জিতেছেন ১০০তম ম্যাচ। ওই ম্যাচে তার রান করা না লাগলেও পড়ে আছে গোটা আসর।

এই আসরে আর ৫টি ছয় হাঁকাতে পারলে ধোনি জায়গা করে নেবেন টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০ ছক্কার ক্যাটাগরিতে। ধোনি এখন পর্যন্ত খেলেছেন ৩১৮টি টি-টোয়েন্টি ম্যাচ। যেখানে তিনি হাঁকিয়েছেন ২৯৫টি ছয়।

যদিও ধোনির আগে ভারতের হয়ে টি-টোয়েন্টিতে ৩০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেছেন রোহিত শর্মা (৩৬১) ও সুরেশ রায়না (৩১১)।

আইপিএলে ধোনির ছয়ের সংখ্যা ১৯১ ম্যাচে ২০৯টি। তবে অনেক আগেই আইপিএল ৩০০ ছয়ের মাইলফল স্পর্শ করে ফেলেছেন ক্রিস গেইল (৩২৬*)। গেইলের পরেই আছেন এবি ডি ভিলিয়ার্স (২১৪)। ধোনি রয়েছেন ৩ নম্বরে। ধোনির সঙ্গে পাল্লা দিচ্ছেন কলকাতার হয়ে খেলা এউইন মর্গ্যান। তিনি এবারের আসরে জায়গা করে নেবেন ৩০০ ছয়ের ক্যাটাগরিতে।

লাইটনিউজ

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD