মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :

নতুন ৪ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে হামাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামী আন্দোলন হামাস আরও চারটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। বুধবার হামাসের টুইটার পেজে বলা হয়, খুব ভোরে চারটি নয়া ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করা হয়েছে।

সামরিক শক্তি বাড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ফিলিস্তিনি গণমাধ্যম এ সম্পর্কে লিখেছে, ইহুদিবাদী ইসরাইল দাবি করছে তাদের সর্বশেষ আগ্রাসনে গাজার প্রতিরোধ সংগ্রামীদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা আঘাতপ্রাপ্ত হয়েছে। কিন্তু বাস্তবে ১২ দিনের আগ্রাসনে গাজার ক্ষেপণাস্ত্র সক্ষমতার কোনো ক্ষতি হয়নি।

গত কয়েক সপ্তাহ ধরেই হামাস একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে। তবে নতুন ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা সম্পর্কে কিছু্ই জানানো হয়নি।

এর আগে গত শুক্রবার হামাসের সামরিক শাখা ইয্যাদ্দিন কাস্সাম ব্রিগেড জানায়, তারাও একটি নয়া ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করেছে।

কয়েক মাস আগে হামাসের রাজনৈতিক শাখার প্রভাবশালী সদস্য ফাতহি হামাদ জানিয়েছিলেন, তারা ইসরাইলের সর্বশেষ আগ্রাসনের পরপরই ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করেছেন।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD