মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :

নাটোরে নতুন ৩০ জন করোনা রোগী শনাক্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : নাটোরে এক ধাক্কায় নতুন আরো ৩০ জন করোনায় আক্রান্ত হয়েছে। নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এসমস্ত ব্যক্তিকে আইসোলেশানে নেয়া এবং তাদের সংস্পর্শে যারা এসেছিলেন তাদের হোমকোয়ারেন্টাইন নিশ্চিতের বিষয়ে মাঠ কর্মিরা কাজ করছেন।

এছাড়া আক্রান্তদের মধ্যে সিংড়া উপজেলার -১৩ জন, বড়াইগ্রাম উপজেলার -৯ জন, সদর হাসপাতাল স্টাফ -৫ জন, বাগাতিপাড়া উপজেলার -২ জন, ও গুরুদাসপুর উপজেলায়-১ জন রয়েছে বলে জানান তিনি। গত ১১, ১২ ও ১৩ই মে সংগৃহীত নমুনার রেজাল্টে এ আক্রান্তের সংখ্যা পাওয়া গেলো। এ নিয়ে ৭ দফায় জেলায় মোট ৪৩ জন করোনা রোগী সনাক্ত হলো।

লাইট নিউজ/সুকুশী

 

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD