শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ডিসেম্বরে নির্বাচনের কথা বললেও জুনে চলে যায় কীভাবে, প্রশ্ন রিজভীর ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা সিঙ্গাপুর-যুক্তরাজ্য থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১৩৬৬ কোটি রোহিঙ্গা প্রত্যাবাসনে এশীয় নেতাদের এগিয়ে আসার আহ্বান ড. ইউনূসের ২০২৬ বিশ্বকাপে মেসির খেলা নিয়ে যা জানালেন আর্জেন্টাইন কোচ মহাসড়কে অটোরিকশা উঠলেই ব্যবস্থা, ছিনতাইয়ে জিরো টলারেন্স ঈদের ছুটিতে ঢাকাবাসী নিরাপদ থাকবেন: স্বরাষ্ট্র সচিব গাজায় হঠাৎ হামাসের বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভ শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ নয় : হাইকোর্ট বাংলাদেশে কারখানা স্থানান্তরে সহায়তা করবে চীনা এক্সিম ব্যাংক

নারায়ণগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়াল, মৃত্যু ১১৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২০

করোনার হটস্পট নারায়ণগঞ্জে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। জেলায় মোট মৃত্যু হয়েছে ১১৩ জনের।

গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ৪২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ২১ জন। রোববার নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে।

জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যানুসারে, গত ২৪ ঘণ্টায় এ জেলায় মোট নমুনা সংগ্রহ হয়েছে ২৪ হাজার ৩৪২ জনের। মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৪৭১ জন।

নতুন তথ্যানুসারে এলাকাভিত্তিক আক্রান্তের সংখ্যা হল- আড়াইহাজার উপজেলায় ৪৬৮, বন্দর উপজেলায় ১৭২, সিটি কর্পোরেশন (এনসিসি) এলাকায় ১ হাজার ৭৫৪, রূপগঞ্জ উপজেলায় ৯৮৫, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ১ হাজার ১৯৪ ও সোনারগাঁও উপজেলায় ৪৪৪ জন।

এ ছাড়াও এলাকাভিত্তিক মৃত্যুর সংখ্যা আড়াইহাজার উপজেলায় ৪, বন্দর উপজেলায় ৩, সিটি কর্পোরেশন (এনসিসি) এলাকায় ৬১, রূপগঞ্জ উপজেলায় ১০, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ২২, সোনারগাঁও উপজেলায় ১৩ জন।

এ ছাড়া করোনাভাইরাস মুক্ত হয়েছেন আড়াইহাজার উপজেলায় ৩১৫, বন্দর উপজেলায় ৬৬, সিটি কর্পোরেশন (এনসিসি) এলাকায় ৯৬৫, রূপগঞ্জ উপজেলায় ১৯২, সদর উপজেলায় ৪৫৯ ও সোনারগাঁও উপজেলায় ১৭৪ জন।

লাইট নিউজ

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD