করোনার হটস্পট নারায়ণগঞ্জে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। জেলায় মোট মৃত্যু হয়েছে ১১৩ জনের।
গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ৪২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ২১ জন। রোববার নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে।
জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যানুসারে, গত ২৪ ঘণ্টায় এ জেলায় মোট নমুনা সংগ্রহ হয়েছে ২৪ হাজার ৩৪২ জনের। মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৪৭১ জন।
নতুন তথ্যানুসারে এলাকাভিত্তিক আক্রান্তের সংখ্যা হল- আড়াইহাজার উপজেলায় ৪৬৮, বন্দর উপজেলায় ১৭২, সিটি কর্পোরেশন (এনসিসি) এলাকায় ১ হাজার ৭৫৪, রূপগঞ্জ উপজেলায় ৯৮৫, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ১ হাজার ১৯৪ ও সোনারগাঁও উপজেলায় ৪৪৪ জন।
এ ছাড়াও এলাকাভিত্তিক মৃত্যুর সংখ্যা আড়াইহাজার উপজেলায় ৪, বন্দর উপজেলায় ৩, সিটি কর্পোরেশন (এনসিসি) এলাকায় ৬১, রূপগঞ্জ উপজেলায় ১০, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ২২, সোনারগাঁও উপজেলায় ১৩ জন।
এ ছাড়া করোনাভাইরাস মুক্ত হয়েছেন আড়াইহাজার উপজেলায় ৩১৫, বন্দর উপজেলায় ৬৬, সিটি কর্পোরেশন (এনসিসি) এলাকায় ৯৬৫, রূপগঞ্জ উপজেলায় ১৯২, সদর উপজেলায় ৪৫৯ ও সোনারগাঁও উপজেলায় ১৭৪ জন।
লাইট নিউজ