রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন

না.গঞ্জে একদিনে আক্রান্ত ৪২, মৃত্যু ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৪২ জন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ সময়ের মধ্যে মারা গেছেন দুইজন।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৮ টা পর্যন্ত জেলায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ তথ্য জানিয়েছেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা করো প্রতিরোধ কমিটির প্রতিনিধি ডা. জাহিদুল ইসলাম।

জাহিদুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় চারজন সুস্থ হয়েছেন। তবে ১৮৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে প্রাপ্ত ফলাফলে ৪২ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। আর এখন পর্যন্ত জেলায় মোট ১ হাজার ৭৫৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে যার মধ্যে ৬২১ জনের ফলাফলে পজিটিভ এসেছে।

জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত মোট রোগীর সংখ্যা ৬২১ জন (মৃত্যুসহ)। এদের মধ্যে জেলায় মোট মৃত্যু হলো ৩৭ জনের আর সুস্থ হয়েছেন ২৫ জন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD