নিজের নগ্ন ছবি সোশাল মিডিয়ায় দেদার শেয়ার করে প্রায় পাঁচ কোটি টাকা সংগ্রহ করেছে তরুণী। ২০ বছর বয়সী এই তরুণী ইতিমধ্যেই কয়েক হাজার মানুষের কাছে পাঠিয়েছে নিজের নগ্ন ছবি। তবে সেই ছবি দেখতে হলে প্রত্যেকের কাছেই চাওয়া হয়েছে টাকা। ২০ বছর বয়সী এই তরুণী টুইট করার পর পরই তা ছড়িয়ে যায় নেট দুনিয়ায়। এখন পর্যন্ত নিজের নগ্ন ছবি পাঠিয়ে ৭ লাখ মার্কিন ডলার তুলেছেন। বাংলাদেশি মুদ্রায় যা পাঁচ কোটি ৯৫ লাখ টাকা। সেটা জানিয়েছেন কেলেন নিজেই।
কেলান আমেরিকার লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা। অস্ট্রেলিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বিধ্বস্ত মানুষের সহায়তার জন্য আবেদন করেছিলেন। তবে নগ্ন ছবির মাধ্যমে অর্থ সংগ্রহের বিষয়টি অনেকেই মেনে নেননি। কেলান সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, যে কেউ সহায়তা করতে চায় তাঁকে অবশ্যই কমপক্ষে সাত হাজার টাকা অস্ট্রেলিয়ার দাতব্য প্রতিষ্ঠানে পাঠাতে হবে। এরপর, রশিদও দেখাতে হবে। তবেই তিনি নগ্ন ছবি দেখাবেন। এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই কয়েকশো লোক কেলনের সোশ্যাল মিডিয়ায় বার্তা পাঠান বলে দাবি তাঁর। কেলানের কথায়, ‘একদিনে প্রায় ২০ হাজার বার্তা আমার কাছে এসেছিল। প্রায় পাঁচ কোটি টাকা সংগ্রহ করেছি।’