নির্বাচনের ব্যাপারে সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা পায়নি সেনাবাহিনী। তবে নির্দেশনা পেলে দায়িত্ব পালনে বাহিনীর সদস্যরা প্রস্তুত বলে জানিয়েছে সেনাসদর
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে অফিসার্স মেসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সামরিক অপারেশন পরিদপ্তরের কর্নেল স্টাফ, কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম।
তিনি বলেন, গত যেকোনও ঈদের তুলনায় এবার ঈদ যাতায়াতে মৃত্যু সংখ্যা কম। ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে প্রায় ১২শ’ যানবাহন থেকে ৩৫ লাখ টাকারও বেশি যাত্রীদের মাঝে ফেরত দেয়া হয় বলেও জানান তিনি।