বুধবার, ২২ মার্চ ২০২৩, ০২:৫০ পূর্বাহ্ন

পয়সাওয়ালা স্বামী খোঁজেন ভারতীয় নারীরা: সোনালি কুলকার্নি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩

ভারতের দর্শকপ্রিয় অভিনেত্রী সোনালি কুলকার্নি। অভিনয়ে এখন খুব একটা সরব নন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়ে ভারতীয় নারীদের নিয়ে মন্তব্য করে আলোচনায় উঠে এসেছেন তিনি। তার বক্তব্যের একটি ভিডিও ক্লিপ এখন অন্তর্জালে ভাইরাল।

এ ভিডিওতে সোনালি কুলকার্নি বলেন, ‘ভারতে এমন অনেক নারী আছেন যারা এমন প্রেমিক বা স্বামী চান যাদের ভালো চাকরি আছে, বাড়ি আছে, যার মাইনে বাড়বেই বাড়বে, প্রমোশন হবে। কিন্তু এমন পুরুষকে বিয়ে করলে সে নিজে কী করবে— এই প্রশ্ন নিজেকে করার সাহস সেই নারীদের থাকে না।’

নারীর তুলনায় পুরুষদের উপর রোজগার করার চাপ বেশি থাকে। অনেক ছেলের ১৮ বছর বয়স হতে না হতেই চাকরি খুঁজে নেয়। অন্যদিকে ২৫-২৭ বছর বয়স পর্যন্ত অনেক নারী কাজ করার কথা ভাবেনই না। এসব কথা উল্লেখ করে সোনালি বলেন— ‘আমি সবাইকে উপদেশ দেব, আপনি আপনার বাড়ির নারীদের উৎসাহ দিন, যাতে সে তার নিজের খরচ নিজে বহন করতে পারে এবং নিজের সঙ্গীকে সাপোর্ট করতে পারে।’

নেটিজেনদের বড় একটি অংশ সোনালির এই ভাবনাকে সমর্থন করেছেন। একজন লিখেছেন, ‘অনেক ক্ষেত্রেই আপনি একদম ঠিক কথা বলেছেন।’ আরেকজন লিখেছেন, ‘একদম সঠিক কথা বলেছেন।’ আরেকজন লিখেছেন, ‘আপনি সাহস করে একদম সত্যি কথাটাই বলেছেন।’

 

Please Share This Post in Your Social Media

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD