মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১৪ পূর্বাহ্ন

পরিচ্ছন্নকর্মীকে পিটিয়ে ফের আলোচনায় ক্রিকেটার সাব্বির রহমান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২০

 

অপার সম্ভাবনা নিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে এসেছিলেন টি-টোয়েন্টি স্পেশালিস্ট খ্যাত সাব্বির রহমান। কিন্তু নিজের নামের প্রতি কখনোই সুবিচার করতে পারেননি। বরং নানা বিতর্কিত কর্মকাণ্ডে খবরের শিরোনাম হয়েছেন বার বার। ফর্মহীনতায় এক সময় জাতীয় দল থেকেও বাদ পড়ে যান। এরপর আর ফিরতে পারেননি।

ঘরোয়া লিগের ম্যাচগুলোতেও এখন আর আগের মতো পারফরম্যান্স দেখাতে পারেন না। ফলে তার জন্য এই মুহূর্তে জাতীয় দলের দরজা এক রকম বন্ধ হয়ে আছে।

এর মধ্যেই আবার খবরের শিরোনাম হলেন রাজশাহীর এই ক্রিকেটার। তবে খেলার পারফরম্যান্স দিয়ে নয়। বরং এক পরিচ্ছন্নকর্মীকে পিটিয়ে ফের আলোচনার জন্ম দিলেন তিনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার বিকেল ৫টার দিকে রাজশাহী নগরীর বেলদারপাড়া এলাকায় সাব্বিরের বাড়ির সামনে ভ্যানে ময়লা তুলছিলেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মী বাদশা। ওই সময় গাড়ি নিয়ে নিজ বাড়িতে ঢুকছিলেন সাব্বির। কিন্তু ময়লার ভ্যানের কারণে ঢুকতে পারছিলেন না। এ সময় বাদশাকে দ্রুত সরতে বলেন তিনি।

কিন্তু নিজের কাজে মগ্ন থাকায় সেদিকে কান দেননি ওই পরিচ্ছন্নকর্মী। এক পর্যায়ে দুজনই জড়িয়ে পড়েন বাক-বিতণ্ডায়। একটা সময় গাড়ি থেকে নেমেই পরিচ্ছন্নকর্মীকে চড়-থাপ্পর মারতে শুরু করেন সাব্বির। বাদশাও উত্তেজিত হয়ে পড়েন। তবে সাব্বিরকে চিনতে পারেননি ওই পরিচ্ছন্নকর্মী। তখন আশপাশের মানুষ জড়ো হন। পরে খবর পেয়ে বোয়ালিয়া মডেল থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

ঘটনার পর পরই বিষয়টি নিয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নিযাম-উল-আযীমের কাছে গিয়ে অভিযোগ দেন পরিচ্ছন্নকর্মী বাদশা। তখন কাউন্সিলর ওসিকে ফোন করে বিষয়টি মীমাংসা করে দিতে বলেন।

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন বলেন, ঘটনার কথা শুনেছি। পরে টহল পুলিশ গিয়ে তাদের থামিয়েছে। স্থানীয়রাও বিষয়টি ফোন করে পুলিশকে জানান। এ ছাড়া সিটি কর্পোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরও বিষয়টি মীমাংসা করে দিতে বলেছেন।

লাইট নিউজ/আই

 

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD