প্রথমে খবর এসেছিল ইংল্যান্ড সফরের পাকিস্তান দলে থাকা ৩ ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এবার এলো আরও ভয়ানক খবর। শাদাব খান, হারিস রউফ, হায়দার আলির পর পাকিস্তানের আরও সাত জন ক্রিকেটার করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ হয়েছেন। ইংল্যান্ড সফর সামনে রেখে খেলোয়াড় ও কোচিং স্টাফের করোনাভাইরাস পরীক্ষা করানো হয়।
এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, নতুন করে আক্রান্তরা হলেন ফখর জামান, ইমরান খান, কাশিফ ভাটি, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান ও ওয়াহাব রিয়াজ। এছাড়া সাপোর্ট স্টাফের একজন করোনায় আক্রান্ত হয়েছে।
লাইট নিউজ