দিনাজপুরের পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে সাব্বির (৭) ও দেড় বছরের শিশুকন্যা আছিয়া নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে গত শুক্রবার। এর মধ্যে আছিয়া বিকেলে বাড়ির পেছনের পুকুর এবং সাব্বির রাত ১১টায় বাবুপাড়া জামে মসজিদের পুকুরের পানিতে ডুবে মৃত্যুবরণ করে।
জানা যায়, দুপুরে বাড়ি থেকে খেলার জন্য বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল সাব্বির। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজির একপর্যায়ে রাত ১১টায় পুকুরের পানিতে শিশু সাব্বিরের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। এর আগে শুক্রবার বিকেলে উপজেলার রামপুর ইউনিয়নের রঘুনাথপুর তেলিপাড়া গ্রামের বাদশাহ মিয়ার দেড় বছর বয়সী কন্যা আছিয়াকে ঘরে রেখে তার মা খাদিজা বেগম সাংসারিক কাজে বাইরে যান। ঘরে ফিরে শিশুটিকে না পেয়ে স্বজনদের নিয়ে খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুর থেকে সন্ধ্যের আগে লাশটি পাওয়া যায়।
লাইট নিউজ