সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে সামনে চলে এসেছে বলিউডের অন্ধকার দিক৷ এরই মধ্যে আবার বোমা ফাটালেন সনু৷ টি-সিরিজের মালিক ভূষণ কুমারকে সরাসরি দিলেন হুমকি৷ বললেন তার পিছনে লাগলে তিনিও ছেড়ে কথা বললেন না৷ ফাঁস করবেন ভূষণের বিরুদ্ধে চুড়ান্ত একটি গোপন ভিডিও।
সুশান্তের মৃত্যুর পরপরই সনু নিগম জানান যে সঙ্গীত জগতেও এমন অনেক মাফিয়া রয়েছেন যারা কাজে বাধা দেন এবং খুবই পক্ষপাতদুষ্ট৷ বহু সঙ্গীতশিল্পীর স্বপ্ন কেড়ে নিয়েছেন এই সব কুরুচিকর মানুষ, দাবি সনুর৷
সদ্য আরও একটি ভিডিও প্রকাশ করেছেন সনু নিগম, যেখানে তিনি বলেন যে আত্মহত্যার পর কারণগুলো না খুঁজে আগে থেকে সতর্ক হতে৷ যার ফলে সুশান্তের মতো বহু শিল্পী নিজেকে বাঁচাতে পারেন এবং সুষ্ঠুভাবে বলিউডে কাজ করতে পারেন৷
এই ভিডিওটিতেই তিনি উল্লেখ করেন এমন কিছু ব্যক্তির কথা যারা মিউজিক ইন্ডাস্ট্রিতে মাফিয়ার মতো কাজ করছেন৷ সেই প্রসঙ্গে আসে টি সিরিজের মালিক ভূষণ সিং কুমারের কথা৷ ভূষণ একসময় রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ করে দেওয়ার জন্য সনুর কাছে অনুরোধ করতেন৷ সে কথা জানান সোনু৷
ভূষণকে তুই বলে সম্বোন্ধন করেন সনু এবং জানান যে ভূষণ তুই ডাকার যোগ্য৷ সনুর কথায়, ‘তুই ভুলে গেছিস যে একসময় আমার কাছে এসে অনুরোধ করতি এই অ্যালবাম করে দাও, ওই অ্যালবাম করে দাও৷ বলতি সাহারাশ্রীর সঙ্গে যোগাযোগ করিয়ে দাও, বাল ঠাকরের সঙ্গে কথা বলিয়ে দাও৷ এমনকি আন্ডর ওয়ার্ল্ড ডন আবু সালেমের থেকে বাঁচিয়ে দাও, এই অনুরোধও করেছিলি৷ তাই আমার সঙ্গে পাঙ্গা নিলে তোর সব কথা আমি সবাইকে জানাব।’
এবং এরপরই চূড়ান্ত হুশিয়ারি দেন সনু৷ বলেন যে, ‘বেশি পিছনে লাগতে আসলে মরিনা কুমারের ভিডিও ফাঁস করে দেব!’
মরিনা একজন মডেল, পরবর্তীতে বলিউডে কাজ করতে এসেছিলেন ৷ ২০১৮ তিনি অভিযোগ করেন যে ভূষণ কুমার তাকে কাজের নাম করে নিজের অফিসে ডেকে শ্লীলতাহানি করেন৷