শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ডিসেম্বরে নির্বাচনের কথা বললেও জুনে চলে যায় কীভাবে, প্রশ্ন রিজভীর ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা সিঙ্গাপুর-যুক্তরাজ্য থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১৩৬৬ কোটি রোহিঙ্গা প্রত্যাবাসনে এশীয় নেতাদের এগিয়ে আসার আহ্বান ড. ইউনূসের ২০২৬ বিশ্বকাপে মেসির খেলা নিয়ে যা জানালেন আর্জেন্টাইন কোচ মহাসড়কে অটোরিকশা উঠলেই ব্যবস্থা, ছিনতাইয়ে জিরো টলারেন্স ঈদের ছুটিতে ঢাকাবাসী নিরাপদ থাকবেন: স্বরাষ্ট্র সচিব গাজায় হঠাৎ হামাসের বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভ শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ নয় : হাইকোর্ট বাংলাদেশে কারখানা স্থানান্তরে সহায়তা করবে চীনা এক্সিম ব্যাংক

পুরো কাশ্মীর একদিন পাকিস্তানের অংশ হবে : পাক সেনাপ্রধান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

পুরো কাশ্মীর একদিন পাকিস্তানের অংশ হবে বলে মন্তব্য করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফ্ফরাবাদ পরিদর্শনকালে এই মন্তব্য করেন তিনি।

বুধবার মুজাফ্ফরাবাদ সফরে যান পাক সেনাপ্রধান। সেখানে তিনি শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তিনি বলেন, যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেয়া হবে এবং দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য পাকিস্তান সেনাবাহিনী অটল থাকবে।

সফরকালে পাক সেনাপ্রধান কাশ্মীরে নিযুক্ত অফিসার ও সেনাদের অটল নিষ্ঠা, পেশাদারিত্বের উৎকর্ষতা এবং যুদ্ধ প্রস্তুতির প্রশংসা করেন। এরপর তিনি কাশ্মীরের বিশিষ্ট স্থানীয় নেতা ও প্রবীণ সেনাদের সাথে কথা বলেন।

এ সময় জম্মু ও কাশ্মীরকে ‘অবৈধভাবে অধিকৃত’ অভিহিত করে এর জনগণের প্রতি পাকিস্তানের অবিচল সমর্থন রয়েছে বলে জানান পাক সেনাপ্রধান। তিনি ভারতীয় নৃশংসতা ও উগ্রবাদের উত্থানেরও নিন্দা জানান।

পাক সেনাপ্রধান প্রতিশ্রুতি দেন, ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দমন-পীড়নের বিরুদ্ধে কাশ্মীরের জনগণের ন্যায্য সংগ্রামে পাকিস্তান সর্বদা পাশে থাকবে। তিনি বলেন, কোনো সন্দেহ নেই, কাশ্মীরি জনগণের ইচ্ছা ও নিয়তি অনুসারে পুরো কাশ্মীর একদিন স্বাধীন হবে এবং পাকিস্তানের অংশ হবে।

জেনারেল মুনির হুঁশিয়ারি দিয়ে বলেন, পাকিস্তানের বিরুদ্ধে যারা শক্তি প্রয়োগ করবে, তাদের বিরুদ্ধে পাল্টা শক্তি প্রয়োগ করা হবে এবং পাকিস্তানের সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে যেকোনো মূল্যে রক্ষা করা হবে।

সূত্র : দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD