করোনা আক্রান্ত ও মৃত্যুর হার বিবেচনায় রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকাকে রেড জোন চিহ্নিত করে লকডাউন ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। গতকাল মঙ্গলবার (৯ জুন) দিন গত রাত ১২টা ১ মিনিট থেকে ওই এলাকা সম্পূর্ণ লকডাউন করা হয়েছে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী জোন ভিত্তিক করোনা নিয়ন্ত্রণের প্রথম প্রক্রিয়ায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৭ নং ওয়ার্ডকে পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। এটির সফল বাস্তবায়ন হলে আগামীতে এভাবেই জোন ভিত্তিক লকডাউন দিয়ে করোনা নিয়ন্ত্রণে আনতে চায় সরকার।
পূর্ব রাজাবাজার এলাকায় লকডাউন বাস্তবায়ন ও রেড জোন থেকে গ্রিন জোনে রূপান্তরের জন্য মেয়র মো. আতিকুল ইসলাম সকলের সহযোগিতা চেয়ে বলেছেন, পরীক্ষামূলকভাবে আমরা ডিএনসিসির ২৭ নং ওয়ার্ডকে রেড জোন চিহ্নিত করে লকডাউন ঘোষণা দিয়েছি। এই লকডাউন বাস্তবায়নে সকলের সহযোগিতা দরকার।
তিনি বলেন, পূর্ব রাজাবাজার এলাকার নাজনীন স্কুলে কোভিড-১৯ টেস্টের জন্য বুথ খোলা হয়েছে। বুথটি সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। যাদের প্রয়োজন হবে সেখানে টেস্ট করাতে পারবেন।
পূর্ব রাজাবাজারের বাসিন্দাদের উদ্দেশে বলেন, আপনারা ঘরে থাকুন, কেউ বের হবেন না। আপনাদের সকলের সহযোগিতা পেলে আমরা রেড জোন থেকে গ্রিন জোনে রূপান্তর করতে পারব। আপনাদের জন্যই ক্যাব চালু রয়েছে। তারাই অনলাইনের মাধ্যমে সকল প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেবে। সেখানে আমাদের কাউন্সিলর রয়েছে প্রয়োজনে তার সহযোগিতাও চাইতে পারবেন।
মেয়র বলেন, ঘর থেকে বের হলে আপনি সংক্রমিত হতে পারেন। তাই কেউ বের হবেন না। আপনি সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে, সিটি করপোরেশন সুস্থ থাকবে, দেশ ভালো থাকবে। আসুন সকলে মিলে ২৭ নং ওয়ার্ডকে রেড জোন থেকে গ্রিন জোনে রূপান্তরের মডেল হিসেবে গড়ে তুলি।