প্রথম সন্তানকে স্বাগত জানাতে যাচ্ছেন অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিক ও তার বাগদত্ত্বা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন হার্দিক।
হার্দিকের শেয়ার করা ছবিটিতে নাতাশার বেবিবাম্প দেখা গেছে। এর ক্যাপশনে তিনি লিখেছেন- “আমরা দু’জনে একসঙ্গে দারুণ সময় কাটিয়েছি। এখন সেটি আরও দারুণ হতে চলেছে। শিগগিরই আমাদের জীবনের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে আরও একটি নতুন জীবন। নতুন এই অধ্যায় নিয়ে আমরা দারুণ উচ্ছ্বসিত।”
দীর্ঘদিন মন দেওয়া-নেওয়ার পর এ বছরের শুরুতে বাগদানের কাজটি সম্পন্ন করেন নাতাশা স্ট্যানকোভিক ও ক্রিকেটার হার্দিক পান্ডিয়া।