সোলেমান মিয়া, দীর্ঘ ১৫ বছর পর প্রবাস থেকে ছুটিতে গ্রামে আসে। গ্রামে আসার পর তিনি উপলব্ধি করতে পারে পরিবার, সমাজ, আত্নীয়-স্বজনদের প্রতি তার অবদান কতোটুকু।
সমাজে সন্মান পেতে হলে শুধু বয়স বাড়লেই হয় না, তার সাথে প্রয়োজন হয় মোটা অংকের টাকার। তেমনই এক চমৎকার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘অবাদন’ নাটকটি।
গত ঈদে ‘বাবারা সব পারে’র ব্যপক সাফল্যর পর আবারো পাপ্পু রাজের রচনায় নাটকটি নির্মাতা করেছেন এস এম কামরুজ্জামান সাগর।
নাটকটিতে অভিনয় করেছেন– ফজলুর রহমান বাবু, সাইকা আহমেদ, মিষ্টি জাহান, শিবলী নওমান, সাজ্জাদ স্বপন, হাসিমন।
গল্প প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, “সাগরের নির্মাণ নিয়ে নতুন করে কিছু বলার নেই। কেননা তার গল্প বাছাই খুব সুন্দর হয়। আর সেক্ষেত্রে পাপ্পু রাজ খুব চমৎকারভাবে চিত্রনাট্য লিখেছে। এছাড়াও গুছানো একটি ইউনিটে কাজ করে খুব ভালো লেগেছে। নিঃসন্দেহে ভাল একটি কাজ হয়েছে।”
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে ‘অবদান’।
লাইটনিউজ