বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : ফরিদপুরের বোয়ালমারী উপজেলাধীন দোরী সহস্রাইল গ্রামে আজ ২৪ জুন বুধবার বেলা ১টার সময় ঘরের ভিতরে স্বামী স্ত্রীর ঝুলন্ত লাশ পাওয়া যায়। ঘরের দরজা বন্ধ দেখে প্রতিবেশি লোকজন ডাকাডাকি করে তাদের কোন সাড়াশব্দ না পাওয়ায় ঘরের দরজা ভেঙ্গে তাদের ঝুলন্ত লাশ দেখতে পায়।

তাদের শোর চীৎকারে আশেপাশের লোকজন এসে দ্রুত আলফাডাঙ্গা হাসপাতালে আনলে কর্তব‍্যরত ডাক্তার তাদের মৃত ঘোষনা করেন। মৃত স্বামী স্ত্রী হলো – রাকিব (২৭) পিতা -ইউনুস মোল্লা,গ্রাম দোরীসহস্রাইল, ইভা বেগম (২২) স্বামী -রাকিব,পিতা – ইকরাম মোল্লা,গ্রাম -কামারগ্রাম, বোয়ালমারী।

স্থানীয় সূত্রে জানা যায়, তাদের তিন বছরের বিবাহিত জীবনে কোন ছেলেমেয়ে না হওয়ায় পারিবারিক কলহের জেরে একই সঙ্গে আত্মহত্যার পথ বেঁছে নিয়েছে বলে প্রত‍্যক্ষদর্শিরা জানান । লাশের ময়না তদন্তের জন্য আলফাডাঙ্গা থানা পুলিশ সুরোতহাল রিপোর্ট শেষে প্রস্ততি নিচ্ছেন বলে পুলিশ পরিদর্শক (তদন্ত ) ফয়সাল আহমেদ জানান একই সঙ্গে স্বামী স্ত্রী দু’জনের মৃত্যুর বিষয়ে বিভিন্ন লোকের নানামূখী প্রশ্নবিদ্ধ সমালোচনার জট পুলিশি তদন্তে বেরিয়ে আসবে বলে সকলের বিশ্বাস।

লাইট নিউজ/এসএমআবা

 

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD