পেশাগত দায়িত্ব পালন করেত গিয়ে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৪১ জন সদস্য। এর মধ্যে বিভিন্ন পর্যায়ে ১১ জন কর্মকর্তাও রয়েছেন। তবে এখন পর্যন্ত অধিদপ্তরের কোনো সদস্য সংক্রমিত হয়ে প্রাণ হারাননি।
আজ মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন।
তিনি জানান, দেশের এই সংকটকালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এখন পর্যন্ত অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের ১১ জন কর্মকর্তাসহ ১৪১ জন সদস্য কোভিড-১৯ সংক্রমিত হয়েছেন। এর মধ্যে একজন বর্তমানে সৈয়দপুর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৭৮ জন এবং হোম কোয়ারেন্টাইনে আছেন ৮ জন। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে পুনরায় কাজে যোগ দিয়েছেন ৫৪ জন।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জনসংযোগ কর্মকর্তা শাহাজাহান সিকদার জানান, আক্রান্তদের মধ্যে অধিদপ্তরের বিভিন্ন শাখার ১৯ জন, রাজধানীর তেজগাঁও ফায়ার স্টেশনের ১৯ জন, সদর দপ্তর সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ১৮ জন, হাজারীবাগ ফায়ার স্টেশনের ১২ জন, সাভারের ডিইপিজেড ফায়ার স্টেশনের ১২ জন, সদরঘাট ফায়ার স্টেশনের ৯ জন, ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ৮ জন, সাভার ফায়ার স্টেশনের ৮ জন, খিলগাঁও ফায়ার স্টেশনের ৪ জন, বারিধারা ফায়ার স্টেশনের ৩ জন, ডেমরা ফায়ার স্টেশনের ৩ জন, পোস্তগোলা ফায়ার স্টেশনের ২ জন, মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ১ জন, লালবাগ ফায়ার স্টেশনের ১ জন ও পলাশী ফায়ার স্টেশনের ১ জন কর্মী রয়েছেন।
এছাড়া সিলেট ফায়ার স্টেশনের ৫ জন, মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের ৫ জন, চট্টগ্রাম জেলার লামার ফায়ার স্টেশনের ৪ জন, মানিকগঞ্জ ফায়ার স্টেশনের ২ জন, সিলেট জেলার কুলাউড়া ফায়ার স্টেশনের ১ জন, বড়লেখা ফায়ার স্টেশনের ১ জন, টাঙ্গাইল ফায়ার স্টেশনের ১ জন, ফরিদপুরের সালতা ফায়ার স্টেশনের ১ জন, নীলফামারীর ফায়ার স্টেশনের ১ জন কর্মী রয়েছেন।
আক্রান্তদের রাজধানীর পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিস সেন্টার ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউসুফগঞ্জ স্কুলসহ দেশের বিভিন্ন স্থানে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানান শাহাজাহান সিকদার।
লাইট নিউজ/আই