স্টাফ রিপোর্টার : এবার ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে সাঁড়াশি অভিযানে নামছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানকালে ফুটপাত ও সড়কে যেখানেই নির্মাণসামগ্রী ও অবৈধ স্থাপনা পাবে তা জব্দ করে তাৎক্ষণিক নিলামে তোলা হবে।
আর অবৈধভাবে কাউকেই ফুটপাত ও সড়ক দখল করতে দেয়া হবে না এই অভিযানের সামনে থেকে নেতৃত্ব দেবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় গুলশান ডিএনসিসি নগর ভবনের সামনে থেকে এই অভিযানের উদ্বোধন করবেন মেয়র মো. আতিকুল ইসলাম। এরপর সকাল ১০টায় এক যোগে ডিএনসিসির ৫টি অঞ্চলে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা এই অভিযান শুরু করবেন।
অভিযানকালে ডিএনসিসি এলাকার ফুটপাত ও সড়কে যেখানেই নির্মাণসামগ্রী ও অবৈধ স্থাপনা পাওয়া যাবে তা জব্দ করে তাৎক্ষণিক নিলামে তোলা হবে।
মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমরা পরীক্ষামূলকভাবে ওই অভিযান শুরু করতে যাচ্ছি। আমরা ফুটপাত বা রাস্তায় রাখা নির্মাণ সামগ্রীকে অগ্রাধিকার দেব। অভিযানের সময় যত বড় ক্ষমতাধরই সামনে আসুক না কেন কাউকে ছাড় দেয়া হবে না। এই কাজ শুরু করতে গিয়ে দেখব কী কী চ্যালেঞ্জ আসে। তারপর সে অনুযায়ী নতুন করে কর্মপরিকল্পনা বানাব। আমাদের এই কাজে সফল হতেই হবে।’
লাইটনিউজ