বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০২:২০ অপরাহ্ন

ফের ভূমিকম্পে কেঁপে উঠল ভারত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২০

ভূমিকম্পে আবারও কেঁপে উঠল ভারতের উত্তরাঞ্চল। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫। রোববার (১৪ জুন) রাত ৮টা ১৩ মিনিটের দিকে গুজরাটের রাজকোটে এ কম্পন অনুভূত হয়। ভারতের জাতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্র (এনসিএস) থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গুজরাটের ভুজ শহরের ৮৫ কিলোমিটারের মধ্যে এ কম্পন অনুভূত হয়। একই এলাকায় ২০০১ সালের জানুয়ারিতে ৭.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। যেখানে প্রায় ২০ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে এবং দেড় লাখের মতো মানুষ আহত হয়েছেন।

এদিকে, গুজরাট কেঁপে ওঠার ৩০ মিনিটের মধ্যেই ২.৯ মাত্রার কম্পন অনুভূত হয়েছে জম্মু ও কাশ্মীরে। উল্লেখ্য, গত দুই মাসে ভারতে ১৪টির বেশি ভূমিকম্প হয়েছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD