রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:০৪ অপরাহ্ন

ফোন করে মায়ের কান্না থামাতে হয়েছিলো : শাকিব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২০

 

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সিনেমা ক্যারিয়ারের শুরুর দিকটা সহজ ছিলো। শাকিব খানের বাবা আব্দুর রব চাইতেনা না ছেলে সিনেমার নায়ক হোক। তবে এই ক্ষেত্রে মা রেজেয়া বেগম ছিলেন ছেলেন পক্ষে। তিনিই ছেলে বাবাকে রাজি করেছিলেন; আর সে জন্যই সিনেমায় নাম লেখাতে পারেছিলেন শাকিব। শুধু নামই লেখাননি বেশ দীর্ঘ সময় ধরে জায়গা দখল করে আছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়কের।

মা দিবসে নিজের মায়ের প্রসঙ্গে এক মজার গল্পে শাকিব জানালেন, ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মন যেখানে হৃদয় সেখানে’ সিনেমাটা দেখেছিলেন আমার মা। সিনেমায় আমি মারা গিয়েছিলাম। সিনেমায় মারা গিয়েছিলাম দেখে মার কান্না থামছিল না। আমি তখন রাঙ্গামাটিতে অন্য একটি সিনেমার শুটিং করছি। সেখান থেকে ফোন করে আমার মায়ের কান্না থামাতে হয়েছিলো।

এছাড়া শাকিব খানের কাছে মায়ের হাতের খাবারের কোন তুলনা নেই। তিনি জানিয়েছেন, ঢাকার মধ্যে শুটিং হলে মা রান্না করে পাঠায়। ঢাকার শুটিংয়ের সময় তিনি বাইরের খাবার খান না।

শাকিব খান ১৯৭৯ সালের ২৮ মার্চ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘধীতে জন্মগ্রহণ করেন।

লাইট নিউজ

 

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD