মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:১১ পূর্বাহ্ন

বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রাম নগরের পূর্ব নাসিরাবাদ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আনোয়ারা ড্রেস মেকারসের শ্রমিকরা।

আন্দোলনকারীরা বলছেন, মালিকপক্ষ বকেয়া পরিশোধ না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটা থেকে নগরের বায়েজিদ বোস্তামী সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন তারা। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছে। তারা যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।

শ্রমিকরা জানান, এক বছর ধরেই শ্রমিকদের বেতন নিয়ে গড়িমসি করছে মালিকপক্ষ। সর্বশেষ তিন মাস ধরে তাদের বেতন পরিশোধ করা হচ্ছে না। বেতনের নিশ্চয়তা না পেলে তারা সড়ক ছাড়বেন না।

বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) হেলাল হোসেন জানান, ‘শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে কথা বলে পুলিশ বিষয়টি সমাধানের চেষ্টা করছে।’

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD