শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন

বগুড়ায় বিএনপির মিছিলে টিয়ারশেল নিক্ষেপ, ছত্রভঙ্গ নেতাকর্মীরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩

বগুড়া সদরে অবরোধের সমর্থনে বিএনপির মিছিলের সময় সাত রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। বুধবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মাটিডালি বিমান মোড়ে এ ঘটনা ঘটে। এই সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে বিএনপি নেতাকর্মীরা৷

অবরোধের পক্ষে বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশার নেতৃত্বে নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ সরাসরি টিয়ারশেল নিক্ষেপ করে৷ এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। তবে পুলিশ বা বিএনপি নেতাকর্মীরা কেউ হতাহত হননি।

এদিকে বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনার নেতৃত্বে বিএনপি নেতাকর্মীদের আরেকটি অংশ শহরের তিনমাথায় ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে রেখেছে৷ অবরোধকারীদের কিছুটা দূরেই পুলিশ-র্যাব ও বিজিবি অবস্থান নিয়ে আছে।

বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূর আলম সিদ্দিকী রিগ্যান বলেন, আমরা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান নিয়েছি। কেউ বাধা দিলে আমরাও প্রতিহত করবো।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, জনগণের নিরাপত্তায় পুলিশ তাদের ছত্রভঙ্গ করেছে। পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলেই ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD