করোনাভাইরাসকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারি হিসেবে ঘোষণা দিয়েছে। বিশ্বজুড়ে করোনার থাবায় ১৯৫টি দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৬,৫৫৮ জনে।
ইতোমধ্যে এ ভাইরাসে মোট আক্রান্ত হয়েছে ৩ লাখ ৮১ হাজার ৭৪৪ জন। মধ্যে ১ লাখ ২ হাজার ৪২৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর বাংলাদেশে ৩৯ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে চারজনের।
তাই এই পরিস্থিতিতে দেশের বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে মানুষের জন্য এগিয়ে আসার আহ্বান জানালেন জনপ্রিয় নায়ক ওমর সানী।
২৩ মার্চ ফেসবুকে নিজের প্রোফাইলে লেখেন, ‘বাংলাদেশর যে সব বড় বড় কোম্পানি আছে বটবৃক্ষ, তাদের কাছে আমার অনুরোধ, আল্লাহ আপনাদের অনেক দিয়েছে, আর দিক- সে দোয়া করি। এই ক্রান্তিলগ্নে আমাদের মতো সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ান- বড় বড় কোম্পানির কাছে অনুরোধে ভিক্ষা চাই।’
গত ২১ মার্চ বাংলাদেশসহ কয়েকটি দেশে মাস্ক, করোনা টেস্ট কিট আর নিরাপত্তা পোশাক অনুদান দেওয়ার ঘোষণা দেন অনলাইন প্লাটফর্ম আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা।
বিষয়টি উল্লেখ করে ওমর সানী আরও বলেন, ‘আলিবাবা কেন ক্রেডিট নেবে? ব্রিটিশ কোম্পানি কেন ক্রেডিট নেবে? সরকারকে সহযোগিতা করুন, আমাদেরকে সহযোগিতা করুন আল্লাহ সবাইকে এই গজব থেকে মুক্তি দিন।’