বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।তার নাম আবদুর রহমান (২৫)।
সোমবার ভোরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্তে গোদাপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবির দাবি, নিহত আবদুর রহমান মাদক চোরাকারবারি। তিনি কুতুপালং শরণার্থী শিবিরের বাসিন্দা।ঘটনাস্থল থেকে বিজিবি ৮০ হাজার পিস ইয়াবা এবং একটি একনলা বন্দুক, দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে।
বিজিবি ও স্থানীয়রা জানান, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্তে গোদাপাড় এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালায়। এ সময় মাদক চোরাকারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে।
বিজিবি সদস্যরাও পাল্টা গুলি করে। দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় মাদকপাচারকারী চক্রের এক সদস্যের মৃত্যু হয়। অন্যরা পিছু হটে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
বিজিবি-৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, সীমান্ত দিয়ে মাদক চোরাচালানের খবর পেয়ে অভিযানে যান বিজিবি। ঘটনাস্থলে পৌঁছালে চোরাকারবারিরা বিজিবিকে গুলিবর্ষণ করেছে। বিজিবিও গুলি চালালে দুপক্ষের মধ্যে গোলাগুলিতে একজনের মৃত্যু হয়।
সীমান্ত সুরক্ষা ও চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি আনোয়ার হোসেন জানান, বাইশফাঁড়ি সীমান্তে চোরাকারবারির সঙ্গে বিজিবির গোলাগুলিতে নিহত মাদক চোরাকারবারির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
লাইটনিউজ/এসআই