মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩৮ পূর্বাহ্ন

বাংলাদেশের নিউ জিল্যান্ড সফরের সূচি প্রকাশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০

শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ার পরদিনই সুখবর পেলো বাংলাদেশ ক্রিকেট। নিউ জিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলার সূচি চূড়ান্ত হয়েছে টাইগারদের। আগামী মার্চে নিউ জিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হবে সিরিজটি। নিউ জিল্যান্ড ক্রিকেট তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সেই সূচি প্রকাশ করেছে।

ক্রিকেট খেলুড়ে দেশের মধ্যে নিউ জিল্যান্ডে করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। দেশটিতে তাই ক্রিকেট ফেরানোর পদক্ষেপ চলছে। তারই ধারাবাহিকতায় আসছে গ্রীষ্মের পূর্ণাঙ্গ ক্রিকেট সূচি আজ (মঙ্গলবার) প্রকাশ করেছে ক্রিকেট নিউ জিল্যান্ড (এনজেডসি)। বাংলাদেশের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও অস্ট্রেলিয়া এই গ্রীষ্মে যাবে নিউ জিল্যান্ড সফরে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে শেষ হবে কিউই গ্রীষ্মের আন্তর্জাতিক ব্যস্ততা।

বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের শুরু হবে ওয়ানডে দিয়ে। ১৩ মার্চ ডানেডিনে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। এরপর ক্রাইস্টচার্চে ১৭ মার্চ দ্বিতীয় ও ২০ মার্চ ওয়েলিংটনে তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।

এর তিনদিন পর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ২৩ মার্চ নেপিয়ারে হবে প্রথম টি-টোয়েন্টি। অকল্যান্ডে ২৬ মার্চ হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। সফরের শেষ ম্যাচ ও শেষ টি-টোয়েন্টি হবে ২৮ মার্চ হ্যামিলটনে।

বাংলাদেশ দল এর আগে নিউ জিল্যান্ড সফরে গিয়েছিল ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের আগে। সবশেষ সফরে ক্রাইস্টচার্চের একটি মসজিদে সন্ত্রাসী হামলার পর সফর স্থগিত রেখেই ফিরেছিল বাংলাদেশ দল।

এদিকে নিউ জিল্যান্ডের গ্রীষ্মের সূচি শুরু হবে নভেম্বরের শেষ সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে। অকল্যান্ডে ২৭ নভেম্বর হবে দুই দলের প্রথম টি-টোয়েন্টি। ক্যারিবিয়ানদের বিপক্ষে ওই সিরিজে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে স্বাগতিকরা।

এরপর ডিসেম্বর-জানুয়ারিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। ফেব্রুয়ারি-মার্চে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কিউইদের প্রতিপক্ষ তাসমান সাগরের ওপারের দেশ অস্ট্রেলিয়া। সবশেষে বাংলাদেশের বিপক্ষে সিরিজ।

আন্তর্জাতিক সূচির পাশাপাশি ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সুপার স্ম্যাশের সূচিও চূড়ান্ত করেছে এনজেডসি। ২৪ ডিসেম্বর মাঠে গড়াবে এই টুর্নামেন্ট।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD