শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:১৩ পূর্বাহ্ন

বাংলাদেশ-ভারতের মধ্যে বাণিজ্যিক নৌ-চলাচল শুরু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

কুমিল্লার গোমতী নদী দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক নৌ-চলাচল শুরু হয়েছে। প্রথমবারের মতো বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক নৌ-চলাচল শুরু হওয়ায় এটিকে দুই দেশের জন্যই ঐতিহাসিক দিন বলা হচ্ছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার দাউদকান্দি থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের সোনামুড়া বন্দর পর্যন্ত ১০ টন সিমেন্টবাহী একটি ট্রলার পৌঁছানোর মধ্য দিয়ে এই নৌ চলাচলের উদ্বোধন করা হয়।

তবে গোমতী নদীর নাব্যতা সংকটে বাংলাদেশের প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির ট্রলারটি সোনামুড়া বন্দরে পৌঁছার আগে কুমিল্লা সদর উপজেলার বিবির বাজার এলাকায় আটকে যায়। এদিন বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ট্রলারটি সেখানেই আটকে ছিল। পরে সংকট কাটিয়ে ট্রলারটি দুপুর আড়াইটার দিকে সোনামুড়া বন্দরের উদ্দেশে ছেড়ে যায়।

এদিকে, শনিবার দুপুরে কুমিল্লার বিবির বাজার গোমতী নদীর অংশে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান গোলাম সাদেক বেলুন উড়িয়ে এই নৌ-চলাচলের উদ্বোধন করেন। এ সময় কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অপরদিকে, বাংলাদেশ-ভারত দুই দেশের মধ্যে নৌ-চলাচল উদ্বোধন উপলক্ষে ভারতের সোনামুড়ায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।

দুই দেশের মধ্যে নৌ-চলাচল উদ্বোধন উপলক্ষে ভারতের সোনামুড়ায় আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাসকে কুমিল্লার বিবির বাজার স্থলবন্দরে গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস বলেন, চলতি বছরের মে মাসে ঢাকায় দুই দেশের মধ্যে নতুন দুটি নৌ-পথের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। নৌ-পথ দুটি হলো রাজশাহী থেকে ভারতের দুলিহান ও কুমিল্লার দাউদকান্দি থেকে ত্রিপুরার সোনামুড়া। ওই চুক্তি অনুসারে আজ শনিবার প্রথম সিমেন্ট এক্সপোর্টের মাধ্যমে ট্রায়াল রান শুরু করা হলো। এটি দুই দেশের জন্যই একটি ঐতিহাসিক দিন। সাধারণত দুই দেশের মধ্যে আগে ট্রাকযোগে পণ্য-আমদানি রপ্তানি করা হতো। এই নৌ-পথ চালুর ফলে বর্তমানে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বৃদ্ধি পাবে এবং আমদানি-রপ্তানির ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে। এছাড়া এই নৌ-পথের নাব্যতা সংকটসহ আরও যে সব সমস্যা চিহ্নিত করা হয়েছে, সেগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে।

লাইটনিউজ

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD