বাগেরহাটে মাস্ক ব্যবহার না করে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার অপরাধে ২৩ জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত ২৪ ঘণ্টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা গণপরিবহনসহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৭৭ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করেন।
এর আগে বুধবার বাগেরহাটে মাস্ক ব্যবহার না করার অপরাধে ৩৯ জনের কাছ থেকে ৩৬ হাজার ১০০ টাকা এবং মঙ্গলবার ২৪ জনের কাছ থেকে ৩৪ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিনুজ্জামান জানান, করোনাভাইরাস সংক্রমণ রোধে জেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের অংশ হিসেবে ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থানা পুলিশকে সাথে নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গণপরিবহনসহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে মাস্ক ব্যবহার না করে স্বাস্থ্য বিধি লঙ্ঘন করার অপরাধে ২৩ জনকে অর্থদণ্ড এবং তাদের কাছ থেকে ৭৭ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় হয়। এ সময় তাদের বিরুদ্ধে ২১টি মামলা দায়ের করা হয়।
করোনাভাইরাস সংক্রমণ রোধে জেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে বলে তিনি জানান।