লাফিয়ে লাফিয়ে মৃত্যু সংখ্যা যেমন বেড়েছে। ঠিক তেমনই দ্রুত গতিতে রূপ বদলে যাচ্ছে করোনা। আর তাই জন্যই হয়তো এখনও আশার আলো দেখছেন না বিশেষজ্ঞরা। করোনাভাইরাস প্রতিনিয়তই তার ধরণ বদল করায় আক্রান্তদের শনাক্ত করা ও চিকিৎসা প্রদান পদ্ধতি কঠিন হয়ে পড়ছে। সম্প্রতি লাতিন আমেরিকায় ঘটেছে এমন একটি ঘটনা যেটি সত্যি অবাককাণ্ড। সদ্যজাত তিন জমজ শিশুর করোনা ধরা পড়েছে। যাদের মধ্যে দু’টি ছেলে ও একটি মেয়ে শিশু রয়েছে। যদিও তাদের বাবা-মা’র কেউই করোনায় আক্রান্ত নন।
উইয়ন নিউজের একটি প্রতিবেদন থেকে জানা গেছে জমজ শিশুগুলো জন্ম নেয়ার পর বেশ কয়েক ঘণ্টা ধরে তাদের পরীক্ষা করা হয়। তারা করোনায় কিভাবে আক্রান্ত হলো তা নিশ্চিত করতে শিশুদের বাবা-মারও করোনা টেস্ট করা হয়। কিন্তু তাদের টেস্টের ফলাফল নেগেটিভ আসে।
এদিকে সদ্যজাত তিন জমজ শিশুর করোনায় আক্রান্ত হওয়ার ঘটনায় বিষয়টি নিয়ে এরইমধ্যে তদন্ত শুরু করেছে দেশটির চিকিৎসকদের একটি অভিজ্ঞ দল।
তিন শিশুর চিকিৎসায় নিয়োজিত থাকা চিকিৎসকরা জানিয়েছেন, আক্রান্ত শিশুদের মধ্যে একটি ছেলে শিশু শ্বাস-প্রশ্বাস জনিত সমস্যায় ভুগছে। তাকে বিশেষ চিকিৎসা দেয়া হচ্ছে। বাকি দু’জনের অবস্থা স্থিতিশীল রয়েছে।
লাইট নিউজ