বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) বেতার ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত করোনাভাইরাস ল্যাবরেটরি আজ থেকে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষা-নিরীক্ষা কার্যক্রম শুরু করবে। খবর বাসস।
গতকাল ডা. মিল্টন হলে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন কর্তৃক পিপিই, অ্যান্টিসেপটিক হ্যান্ডরাব সলিউশনসহ করোনাভাইরাসসংশ্লিষ্ট সুরক্ষাসামগ্রী প্রদানকালে উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এ কথা জানান।
প্রতিদিন সকাল ৮টা ৩০ মিনিট থেকে বেলা ১টা পর্যন্ত রোগীরা এ পরীক্ষাটি করাতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী আজ করোনাভাইরাস শনাক্তকরণের টেস্ট কার্যক্রম শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফিভার ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসকের পরামর্শ গ্রহণের পর যেসব রোগী করোনাভাইরাস শনাক্তকরণের পরীক্ষার জন্য নির্দেশিত হবেন, সেসব রোগীই এ টেস্ট বা পরীক্ষাটি করাতে পারবেন।
লাইট/এএইচ