বিদ্যুতের পাইকারি দাম বৃদ্ধির ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রাহক (খুচরা) পর্যায়ে দাম বৃদ্ধির প্রস্তাব জমা হলো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) । ২০ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)।
সোমবার (২১ নভেম্বর) ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আজহারুল ইসলাম গ্রাহক পর্যায়ে দাম বৃদ্ধির প্রস্তাব দেয়ার বিষয়ে নিশ্চিত করেছেন।
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান বলেন, ‘আমরা এখনও আবেদন করিনি। কিন্তু আবেদন করার প্রস্তুতি নিচ্ছি। এখনও আমার অফিসে এ বিষয়ে কাজ চলছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি), ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি ( ডেসকো), নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) চলতি সপ্তাহেই আবেদন জমা দিতে যাচ্ছেন বলে সূত্র জানিয়েছে।
সোমবার (২১ নভেম্বর ) পাইকারি বিদ্যুতের দাম ১৯.৯২ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এতে প্রতি ইউনিট বিদ্যুৎ ৫ টাকা ১৭ পয়সা থেকে বেড়ে ৬ টাকা ২০ পয়সা করা হয়।