শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৩:২২ পূর্বাহ্ন

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও চীনের ভুল তথ্যের কারণে বিশ্বজুড়ে করোনা মহামারি: ট্রাম্প

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
US President Donald Trump speaks during a press conference in New Delhi on February 25, 2020. (Photo by Mandel NGAN / AFP) (Photo by MANDEL NGAN/AFP via Getty Images)

চীন-যুক্তরাষ্ট্র উত্তেজনার আঁচ ছড়িয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনেও। মঙ্গলবার ৭৫ তম অধিবেশনের প্রথম দিনে ভার্চুয়াল বক্তব্যে করোনা মহামারির জন্য আবারও চীনকে দায়ী করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দোষারোপ করেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেও।

ট্রাম্প বলেন, ডব্লিউএইচও ও চীনের ভুল তথ্যের কারণে বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করেছে করোনাভাইরাস।

ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, চীনা ভাইরাসের বিরুদ্ধে বিশ্বের ১৮৮টি দেশকে যুদ্ধ করে যেতে হচ্ছে। শুরু থেকেই চীন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বার বার ভুয়া তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে। কেননা ডব্লিউএইচওকে ভার্চুয়ালি নিয়ন্ত্রণ করে চীন। তবে সুখবর হচ্ছে আমাদের তিনটি ভ্যাকসিনের শেষ ধাপের পরীক্ষামূলক প্রয়োগ চলছে। আশা করছি দ্রুতই বন্টন করতে পারবো।

অধিবেশনের প্রথম দিনে পূর্বে ধারণকৃত বক্তব্য দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংও। আরও বক্তব্য রাখেন ফ্রান্স, ইরান, মিসরসহ বহু দেশের নেতা। উদ্বোধনী বক্তব্য রাখেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিয় গুতেরেস। গেলো এক বছরের কার্যক্রম এবং বৈশ্বিক সংকটে সংস্থাটির ভূমিকা নিয়ে আলোচনা করেন তিনি। করোনা পরিস্থিতির কারণে পুরোপুরি ভিন্ন আবহে অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন। বিশ্বনেতাদের কেউই অংশগ্রহণ করেননি সশরীরে।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD