বুধবার, ২২ মার্চ ২০২৩, ০২:৩৭ পূর্বাহ্ন

ব্যাংকের ভেতরে মিলল ২ আনসারের মরদেহ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

নরসিংদীর রায়পুরা উপজেলার অগ্রণী ব্যাংক থেকে দুই আনসার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নে অগ্রণী ব্যাংক রাধাগঞ্জ শাখায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অগ্রণী ব্যাংক রাধাগঞ্জ শাখায় কর্মরত আনসার সদস্য রঞ্জু মিয়া ওরফে রঞ্জন (৩২) এবং তৌহিদ আহমেদ (২৪)।

প্রাথমিকভাবে ব্যাংকটির ফিল্ড অফিসার কামরুজ্জামান জানান, প্রতিদিনের ন্যায় সকালে আয়া ব্যাংক পরিষ্কার করতে আসেন। তিনি ব্যাংকের প্রধান গেইট খোলা দেখে ও কোনো আনসারের সাড়াশব্দ না পেয়ে ব্যাংকের পাশে থাকা ফটোকপি দোকানের মালিক নয়ন মিয়াকে বিষয়টি জানান। পরে নয়ন মিয়া পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।

নরসিংদী আঞ্চলিক শাখার মহাব্যবস্থাপক (জিএম) হাসিবুল হোসেন শান্ত সাংবাদিকদের বলেন, ব্যাংকের সবকিছু ঠিকঠাক রয়েছে। ব্যাংকে কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রঞ্জু এক বছরের অধিক সময় ধরে ব্যাংকটিতে কর্মরত ছিল এবং তৌহিদ প্রায় ৬ মাস ধরে ব্যাংকটিতে কর্মরত। এ বিষয়টি নিয়ে জেলার পুলিশ, ডিবি, সিআইডি কাজ করছে। খুব দ্রুত সঠিক ঘটনাটি বেরিয়ে আসবে।

বিষয়টি নিয়ে আদিয়াবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. সেলিম মিয়া জানান, ব্যাংকটির আনসার সদস্য দুজন একসঙ্গেই ব্যাংকের গোডাউনের থাকতেন। ধারণা করা হচ্ছে তাদের খাবারে কোনো সমস্যা ছিলো। বৈদ্যুতিক শক, ডেট ওভার কিংবা খাবারে কোন বিষক্রিয়ায় এ ঘটনা ঘটতে পারে। প্রশাসনের লোকজন এসেছেন ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD