শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৯ পূর্বাহ্ন

ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয়ের মুখে বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

তাসকিনের ক্যারিয়ারসেরা বোলিংয়ের কল্যাণে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১৫২ রানে অলআউট করলেও প্রথম ইনিংসে ১৮১ রানে পিছিয়ে থাকায় জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৩৩৪ রান। কিন্তু জয়ের কোনো আশা জাগাতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা, উল্টো বড় হারের মুখে ।

টিকে থাকার চেষ্টা একদমই দেখা গেল না কারও মধ্যে। তাই চতুর্থ দিন শেষে বাংলাদেশের রান ৩১ ওভারে ৭ উইকেটে ১০৯। জয়ের জন‍্য শেষ দিনে প্রয়োজন ২২৫ রান, আর ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট।

১৫ রানে ব‍্যাট করছেন জাকের আলি, আর এখনো রানের খাতা খুলতে পারেননি হাসান মাহমুদ। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেছেন মেহেদী হাসান মিরাজ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে কেমার রোচ ও জেডেন সিলস তিনটি করে উইকেট নিয়েছেন। আর একটি উইকেট পেয়েছেন আলজারি জোসেফ।

যদিও চতুর্থ দিনে নিজেদের কাজটা আরও একবার ঠিকঠাক সেরে রেখেছিলেন বোলাররা। ১৮১ রান পিছিয়ে থাকতেই এদিন ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। লক্ষ্য ছিল, চতুর্থ দিনে নতুন বলের সুবিধা নিয়ে স্বাগতিকদের দ্রুত আটকে দেয়া। সেই কাজে সফলও হয়েছিল। তাসকিন আহমেদ আইপিএলে ডাক না পাওয়ার দিনেই শিকার করলেন ৬ উইকেট।

উইন্ডিজ ব্যাটারদের কেউই থিতু হতে পারেননি ক্রিজে। ১৮১ রানে এগিয়ে থাকার পরেও বাংলাদেশের সামনে টার্গেট দিয়েছিল ৩৩৪ রানের। হাতে দেড়দিন সময় থাকলেও বাংলাদেশের লম্বা ব্যাটিং লাইনআপের কেউই পারেননি ধৈর্য্যের পরীক্ষায় টিকে থাকতে। একের পর এক অসহায়
আত্মসমর্পণ যোগ করেছে আরেকটি হতাশার দিন।

আজ টেস্টের পঞ্চম দিনে রীতিমত অসম্ভব এক লক্ষ্যকে সামনে নিয়ে খেলতে নামবে মিরাজের দল। বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে অ্যান্টিগা টেস্টের ৫ম দিনের খেলা।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD