মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:১১ পূর্বাহ্ন

বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০

কক্সবাজারের উখিয়ায় বড় ভাই মোর্শেদ রিপন কবিরের (৪২) হাতে ছোট ভাই রায়হান কবির (২৮) খুন হয়েছে। এ সময় নিহত রায়হানের স্ত্রীও আহত হয়। আজ শনিবার দুপুরে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মনির মার্কেট এলাকার সুলতান মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোর্শেদ রিপন কবির ও তার স্ত্রী খুরশিদা বেগমকে (৩৪) আটক করেছে পুলিশ।

জানা গেছে, নিহত রিপন ও রায়হান রুমখাঁপালং মনির মার্কেট এলাকার নুরুল কবিরের ছেলে। আজ দুপুর ১২টার দিকে সুলতান মার্কেটের সামনে নিজেদের বাড়িতে জমিসংক্রান্ত বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে বড় ভাই রিপন কিরিচ নিয়ে ছুটে ছোট ভাই রায়হানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রায়হানকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে হলদিয়াপালং ইউনিয়ন পরিষদ (ইউপই) চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম জানান, পরিষদের জন্ম নিবন্ধন সংক্রান্ত কাজে তিনি কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান করছেন। তবে ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার বিষয়টি তিনি শুনেছেন।

এ বিষয়ে জানতে চাইলে উখিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক বলেন, ‘এ ঘটনায় জড়িত স্বামী-স্ত্রী দুইজনকে আটক করা হয়েছে।’

লাইটনিউজ

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD